Site icon Jamuna Television

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

গাইবান্ধা করেসপনডেন্ট : 

গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কলাগাছের ভেলায় চড়ে খেলা করার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর নাম আবিদ মিয়া (৬) ও লাবিব (৭)। 

শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবিদ মিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিলো দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুর কবল থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

/এএস

Exit mobile version