Site icon Jamuna Television

ঐক্যবদ্ধ থাকতে না পারলে ফ্যাসিস্টরা সুযোগ নেবে: এ্যানি

ফাইল ছবি।

দেশের প্রত্যেকটি মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্যে ফাটল ধরানোর কোনও সুযোগ দেয়া যাবে না। ফ্যাসিস্টরা কিন্তু থাবা মারার জন্য বসে আছে। ঐক্যবদ্ধ না থাকতে পারলে ফ্যাসিস্টরা এর সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২৪ মে) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দুই ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা দেশে ও দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশে সামনের নির্বাচনটা যাতে না হতে পারে, এর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। বিচারের পাশাপাশি নির্বাচনও করতে হবে। একদিকে নির্বাচনের রোডম্যাপ, আরেকদিকে দ্রুত সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার চলছে। আমরা সরকারকে সহযোগিতা করছি। প্রত্যেক উপদেষ্টাকে সতর্ক হতে হবে। দ্রুত শেখ হাসিনার বিচারের ব্যবস্থা দৃশ্যমান না হলে মানুষ তা মেনে নেবে না। খুব দ্রুত সময়ের মধ্যে খুনীর বিচার হতে হবে।

/আরএইচ

Exit mobile version