Site icon Jamuna Television

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করছে ভিয়েতনাম

জনপ্রিয় অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য ওই পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের চিঠি দেয় দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চিঠিতে টেলিগ্রাম আইনলঙ্ঘন করেছে বলে সতর্ক করা হয়। এছাড়া অ্যাপটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় ।

দেশটির সরকারের দাবি, টেলিগ্রামের কয়েকটি গ্রুপ ব্যবহারকারীদের তথ্য বিক্রির জন্য অ্যাপটি ব্যবহার করেছে। ওই গ্রুপগুলোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগও আনা হয়।

টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ভিয়েতনামে টেলিগ্রামের কার্যকলাপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ভিয়েতনাম সরকার জানায়, দেশটির ৯ হাজার ৬শ’ চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেলই খারাপ তথ্য প্রচার করে। আরও বলা হয়, লাখ লাখ সদস্যের টেলিগ্রাম গ্রুপ গুলো ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।

/এআই  

Exit mobile version