Site icon Jamuna Television

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন করলো বিএসএফ

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ মে) সকালে উপজেলার ভাষানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি।

পরে শনিবার (২৪ মে) বিকেলে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। তাদের মধ্যে, ৫ জন নারী, ৪ জন পুরুষ ও ৩ জন শিশু, কিশোর, কিশোরী রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

আটকৃতরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। কয়েক দিন আগে তাদেরকে আটক করা হয়। পরে গত শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনও মন্তব্য করেনি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। তাদেরকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, গত শুক্রবার জেলার কচাকাটা থানার শোভারকুটি সীমান্ত দিয়ে ৭ জন এবং রাঙ্গালীরকুটি সীমান্ত দিয়ে একজন নারী ও দুই শিশুকে পুশ ইন করে বিএসএফ।

/আরএইচ

Exit mobile version