সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে রুহান প্রামানিক নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার পিপলা গ্রামের আত্রাই শাখা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ রুহান প্রামানিক একই গ্রামের গোকুল প্রামানিকের ছেলে ও পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, রুহান তার বাড়ির কাছে আত্রাই শাখা নদীতে ব্রীজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার সময় নদীর পানিতে পড়ে যায়। সেখানে স্রোত থাকায় শিশুটি কচুরিপানার মধ্যে ঢুকে পড়ে।
তারা আরও জানান, ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করে। পরে তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে সংবাদ পাঠায়। বিকেলে রাজশাহীর ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে বলেও জানান তারা।
/এএস
Leave a reply