Site icon Jamuna Television

যমুনায় প্রবেশ করেছে জামায়াতের প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। শনিবার (২৪ মে) রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর জামায়েতের প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে  আলোচনায় বসবেন।

আরও পড়ুন:- রোববারও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

/আরএইচ

Exit mobile version