Site icon Jamuna Television

ইউআইটিএসে দুই দিনব্যাপী লিট ফেস্ট অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইংরেজি বিভাগ ও ‘দ্য ইংলিশ ক্লাবের’ উদ্যোগে দুই দিনব্যাপী লিট ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ মে) শুরু হয়ে বৃহস্পতিবার (২২ মে) আয়োজনটির পর্দা নামে।

লিট ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সাবিহা হক। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হাসান, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসী এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাইমা আফরিন উপস্থিত ছিলেন ।

আয়োজনের প্রথম দিনের শুরুতে ভাষা ও সাহিত্য বিষয়ক সেমিনার ‘ডিকলোনাইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেন্ডার: থটস অন ইএলটি অ্যান্ড পোশটকলোনিয়াল ফেমিনিজম’ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক আহমেদ বশির এবং অধ্যাপক সাবিহা হক।এতে বিশ্ববিবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর আলাদা ২টি পৃথক কর্মশালা আয়োজিত হয়। তাতে উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউইএনডি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অগমেডিক্স অংশগ্রহণ করে। সংস্থা দুটি শিক্ষার্থীদের পেশাগত ও কর্মজীবন বিষয়ক নানা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে।

আয়োজনের ২য় দিন শুরু হয় শিক্ষার্থীদের মনোরম পরিবেশনা কোরিও স্ট্রাইকের মাধ্যমে। এদিন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি খাদ্য ও পণ্যসামগ্রী স্টলে প্রদর্শন করেন। পরে বিকেলে পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে ছিল আবৃত্তি, নাচ ও গান। এরপর ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাসের’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে।

লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সৈয়দা আফসানা ফেরদৌসী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধির জন্যও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে, এই আয়োজনের মাধ্যমে বিষয়টি উদাহরণ হয়ে থাকবে।

/আরএইচ

Exit mobile version