Site icon Jamuna Television

সাংবাদিকতায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার পেলেন যমুনা টিভির আরেফিন শাকিল

আরেফিন শাকিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বছর সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে। অর্থনৈতিক, বিনোদন, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও মানবিক কাজে অসামান্য অবদান ও অনুকরণীয় কাজের স্বীকৃতি জানাতে গণমাধ্যমে বিভিন্ন শাখার পাঁচজন সংবাদকর্মীর হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

পুরস্কার নিচ্ছেন মাছরাঙা টিভির নূর উন নাহার উইলি

পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত এমন সাড়া জাগানো প্রতিবেদন পান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রবিউল হাসান আরেফিন শাকিল। রাজধানীর একটি হোটেলে পুরস্কার তুলে দেন হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী। এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয়।

সাংবাদিকতায় বিভাগে আরও পুরস্কার পান একাত্তর টেলিভিশনের রিয়াজ উদ্দিন সেজান, মাছরাঙা টেলিভিশনের নূর উন নাহার উইলি।

পুরস্কার পেয়ে সাংবাদিক আরেফিন শাকিল বলেন, এমন স্বীকৃতি কাজের আগ্রহ ও গতি বাড়ায়। দায়বদ্ধতা বাড়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম, চিত্রনায়িকা রোজিনাসহ বিশিষ্টজনরা।

/এএইচএম

Exit mobile version