Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মোহাম্মদ সালাহ

লিভারপুলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মোহামেদ সালাহ। ২০২৪-২৫ মৌসুমের এখনও এক রাউন্ড বাকি। তার আগেই শনিবার (২৪ মে) মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম জানায় ইপিএল কর্তৃপক্ষ।

চার ম্যাচ হাতে রেখে এবারের প্রিমিয়ার লীগ শিরোপা নিশ্চিত করে লিভারপুল। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৩ পয়েন্ট। মোট ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার সালাহ। অ্যাসিস্টের তালিকায়ও এই ইজিপশিয়ান তারকার নাম সবার ওপরে, কারণ তার অ্যাসিস্ট রয়েছে ১৮টি।

গোল্ডেন বুটের লড়াইয়েও সালাহর জয় একরকম নিশ্চিত। শেষ রাউন্ডের আগে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে ৫ গোল বেশি নিয়ে শীর্ষে আছেন সালাহ।

আজ রোববার (২৫ মে) মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। শেষ রাউন্ডে ভিন্ন কিছু না ঘটলে চতুর্থবার গোল্ডেন বুট জিতে আর্সেনাল কিংবদন্তি  থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করবেন সালাহ।

/এআই

Exit mobile version