Site icon Jamuna Television

প্যারিস এয়ার শো থেকে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো নিষিদ্ধ করতে মামলা

ফিলিস্তিনি ও ফরাসি মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে যে তারা আগামী মাসে প্যারিসের বুর্জে এয়ার শোতে আটটি ইসরায়েলি অস্ত্র কোম্পানির অংশগ্রহণ বন্ধ করতে আইনি ব্যবস্থা নিবে। ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে মামলা করা হবে। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ফিলিস্তিনভিত্তিক সংগঠন আল-হাক-সহ মানবাধিকার গ্রুপগুলো দেশটির বোবিগনি আদালতে অনুরোধ করেছে যে ইভেন্ট আয়োজকদের ইসরায়েলকে নিষিদ্ধ করতে সব সম্ভাব্য ব্যবস্থা নিতে বাধ্য করা হোক।

এক বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, ‘এই কোম্পানিগুলো ইসরায়েলের চলমান সামরিক আক্রমণকে সমর্থন করছে – এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বিশেষত তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও নেটওয়ার্কে পাওয়া তথ্য দেখলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে ওঠে।”

বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘কেউ কেউ তো তাদের অস্ত্র গাজায় যুদ্ধে ‘পরীক্ষিত’ বলে বিজ্ঞাপন পর্যন্ত দিচ্ছে। সুতরাং এসব কোম্পানিগুলোকে এই এয়ার শো থেকে নিষিদ্ধ করা হোক। ‘

গত বছর, একটি ফরাসি আদালত ইসরায়েলি কোম্পানির প্রতিনিধিদের ইউরোস্যাটারি অস্ত্র প্রদর্শনীতে অংশ নেয়া নিষিদ্ধ করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

/এআই

Exit mobile version