Site icon Jamuna Television

আনচেলত্তি-মডরিচের বিদায়ী ম্যাচে এমবাপ্পের জোড়া গোল

লা লিগায় এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়েই শেষ হল রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তি অধ্যায়। সেই সাথে বিদায়ী ম্যাচ খেলেছেন এক যুগের বেশি সময় মাঝমাঠ সামলানো কিংবদন্তি লুকা মডরিচ ও লুকাস ভাসকেস।

রিয়েল সোসিয়াদাদের বিপক্ষে ঘরের মাঠে এদিন ছিল বিদায়ের সুর। ক্লাবের কিংবদন্তি মদ্রিচ ও কোচ আনচেলত্তির বিদায় জানাতে হাজির হয়েছিলেন রিয়াল সমর্থকরা।

মাঠের খেলায় রিয়ালের সহজ জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দুই অর্ধে ২ গোলে এবারের লিগ মৌসুমের ইতি টানলেন তিনি। ৩৪ ম্যাচে ৩১ গোল নিয়ে প্রথম মৌসুমেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কার এক প্রকার নিশ্চিত করে ফেলেছেন এই ফরাসি স্ট্রাইকার। পিচিচির পাশাপাশি এই মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ও নিশ্চিত করেছেন এমবাপ্পে।

/এমএইচ

Exit mobile version