Site icon Jamuna Television

পাকিস্তানে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে ১৩ প্রাণহানি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র ধূলিঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৩ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯২ জন।

প্রশাসন জানিয়েছে, ঘরবাড়ি ধস আর নিরাপদ আশ্রয়ের অভাবেই হয়েছে বেশিরভাগ মৃত্যু। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাঁচা ও পুরানো ঘরবাড়ি।

পাঞ্জাবের শেখুপুরায় একটি কারখানার ছাদ ধসে হতাহত হয় অনেকে। লাহোর এবং আশেপাশের এলাকায়ও তৈরি হয় ব্যাপক বিপর্যয়। উপড়ে পড়ে অনেক গাছ, ক্ষতিগ্রস্ত হয় সৌর প্যানেল। বন্ধ রয়েছে অনেকগুলো সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু মানুষ।

আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে পাঞ্জাব প্রশাসন।

/এমএইচ

Exit mobile version