Site icon Jamuna Television

চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যা: ৪ আসামি ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যা মামলায় চার জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে ট্রাইব্যুনালে তাদের আনা হয়।

ট্রাইব্যুনালে উঠানো চার আসামিরা হলেন– পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। আজ এদের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার কথা রয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

/এমএইচ

Exit mobile version