Site icon Jamuna Television

ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত: উপদেষ্টা আলী ইমাম

বিগত সময়ে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে ভূমি অফিস চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কারণ হিসেবে তিনি বলেন, বেশিরভাগ জরিপের মধ্যে প্রকৃত মালিকের নাম নেই; অন্যজনের নাম লিখে রাখা হয়েছে। যাতে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

রোববার (২৫ মে) ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধনী আয়োজনে এ মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের এ উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত সমাধানের পথ খুজতে হবে। সার্ভারের সমস্যার কারণে ৩ থেকে ৪ কোটি টাকার বেশি আদায় করা সম্ভব হয় না। তাই প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে এই প্রক্রিয়া আরও সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।

এক ভিডিও বার্তায় এই মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

/এমএইচ

Exit mobile version