Site icon Jamuna Television

মক্কায় হাজিদের হাঁটার রাস্তা সম্প্রসারণ করলো সৌদি আরব

মক্কায় হজযাত্রীদের জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ। রাবারের ফ্লেক্সিবল রোড সেফটি প্রযুক্তি ব্যবহার করে সড়কগুলো প্রশস্ত করার কাজ সম্পন্ন করা হয়েছে। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

হজ যাত্রীদের জন্য রাস্তার পরিমাণ ৩৩% বাড়িয়ে ১৬ হাজার বর্গমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে, যা নমিরাহ মসজিদ থেকে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত বিস্তৃত।

পুরনো গাড়ির টায়ার পুড়িয়ে বায়ুদূষণের পরিবর্তে তা রিসাইকেল করে নমনীয় অ্যাসফাল্ট তৈরি করে রাস্তা প্রশস্তের কাজে ব্যবহার করা হয়। ফলে নতুনভাবে সম্প্রসারিত এই সড়ক হাজিদের হাঁটার সময় পায়ের গোড়ালি ও জয়েন্টে চাপ কমায়, বিশেষ করে বয়স্ক হজযাত্রীদের জন্য (যারা মোট হাজির ৫৩%)।

দেশ্যটির স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত তথ্য অনুযায়ী, পা ও গোড়ালির আঘাতের কারণে ৩৮% দুর্ঘটনা ঘটে থাকে, যা এই প্রযুক্তিতে উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা স্মার্ট সিটি ও টেকসই অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতির অংশ। রোডস জেনারেল অথরিটি (আরজিএ)-এর পরীক্ষায় দেখা গেছে, সাধারণ রাস্তার তুলনায় এই প্রযুক্তি হজযাত্রীদের শারীরিক কষ্ট কমাবে।

/এআই

Exit mobile version