Site icon Jamuna Television

দেশের স্বার্থবিরোধী কিছুতে জামায়াতের সমর্থন নেই: ডা. শফিকুর রহমান

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামায়াতের। দেয়া যাবে না করিডোর ও বন্দর। এমন বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে জামায়াতের আমীর একথা বলেন।

তিনি বলেন, করিডর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেয়া উচিত। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সকল রাজনৈতিক দলের মতামত নেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। এছাড়া, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়েও সমর্থন নেই জামায়াতের।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা ডিসেম্বর থেকে ২৬ এর জুনের মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামায়েত ইসলামী।

/এএস

Exit mobile version