বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আশ্বাসে জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে করা ধর্মঘট স্থগিত করেছেন পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
রোববার (২৫ মে) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসির কার্যালয়ে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানের সঙ্গে আলোচনার পর পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
জ্বালানি তেল বিক্রির কমিশন ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছে বিপিসি। তবে অন্যান্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে আবারও কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।
উল্লেখ্য, জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তারা। এরপর ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
/এসআইএন
Leave a reply