Site icon Jamuna Television

৭৮তম কান উৎসবে সেরা সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’

জাফর পানাহি

৭৮তম কান উৎসবে সেরা সিনেমার পুরস্কার ‘স্বর্ণপাম’ জিতেছে ইরানি পরিচালক জাফর পানাহির সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট।’ ২২ বছর পর কান উৎসবে ফিরেই বাজিমাত করেন জাফর পানাহি। ২১টি চলচ্চিত্রকে পেছনে ফেলে সেরার খেতাব জয় করে নেয় তার নির্মিত সিনেমাটি।

শনিবার (২৪ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় বসেছিল কানের ৭৮তম সমাপনী আসর। এই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় বিজয়ীর নাম।

অপরদিকে ‘গ্র্যা’ প্রি’ পেয়েছে ইয়েকিম ত্রিয়ার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ চলচ্চিত্রটি। ‘দি সিক্রেট এজেন্ট’ সিনেমার জন্য সেরা পরিচালক হন ক্লেবার মেনদোঙ্কা ফিলো। একই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন ওয়াগনার মাউর। আর সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে ‘দ্য লিটল সিস্টার সিনেমায়’ অভিনয় করা নাদিয়া মেল্লিতির ঝুঁলিতে।

/এএইচএম

Exit mobile version