Site icon Jamuna Television

দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না: রিজভী

ফাইল ছবি

দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকার কারণে জবাবদিহিতা নেই। আর তাই পাড়া মহল্লায় এত সন্ত্রাস। দেশে এখন কেউ নিরাপত্তা পাচ্ছেনা। হত্যাকাণ্ড পরিস্থিতির উন্নতিও হচ্ছেনা।

এ সময়, সংস্কার করতে বেশি সময় লাগে না উল্লেখ করে ডিসেম্বরের আগেই সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। সেইসাথে, জনগণ তার মনোনীত সরকার পাচ্ছে না দাবি করে এর প্রতিবাদ করার আহ্বানও জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে, গত ২২ মে যশোর জেলার নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুলের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন বিএনপির এ নেতা। পরে জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন তিনি।

/এএইচএম

Exit mobile version