Site icon Jamuna Television

সেই আলোনসোই রিয়ালের নতুন কোচ

বিষয়টি আগে থেকেই জানা ছিল। আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা। ডাগআউটে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে জাবি আলোনসোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ।

রোববার (২৫ মে) দুপুরে সামাজিকমাধ্যমে নতুন কোচের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেয়া হয়। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে নাম লিখিয়েছেন বায়ার লেভারকুজেন থেকে আসা এই কোচ।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, জানা ছিল আগেই। গতকাল জয় দিয়েই শেষ হয়েছে রিয়াল মাদ্রিদে আনচেলত্তি অধ্যায়। এই কোচের পরবর্তী গন্তব্য যে ব্রাজিল, সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো, রিয়ালে আনচেলত্তির শূন্য জায়গা পূরণ করতে যাচ্ছেন আলোনসো।

রিয়াল মাদ্রিদ আলোনসোকে তিন মৌসুমের জন্য কোচের দায়িত্ব দিয়েছে– ‘জাবি আলোনসো ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত, তিন মৌসুমের জন্য রিয়ালের কোচের দায়িত্ব পাচ্ছেন।’

এর আগে, খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে কাজ করেছেন এই স্প্যানিয়ার্ড। খেলোয়াড়ি জীবনে ক্লাবটির হয়ে ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ২৩৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও দুটি কোপা দেল রে জয় করেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তিতুল্য এই ফুটবলার।

এছাড়া, আন্তর্জাতিক পর্যায়ে স্পেনের হয়ে জয় করেছে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো।

রিয়ালের হয়ে কোচ আলোনসোর প্রথম টুর্নামেন্ট হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ।

২০১৭ সালে বায়ার্ন মিউনিখ থেকে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটে। এরপর আলোনসো কোচিং পেশায় আসেন। ২০১৯ সালে লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের কোচিং করান। ২০২২ সালে তিনি দায়িত্ব নেন জার্মান বুন্দেসলিগার দল বায়ার লেভারকুসেনের। দলটিকে ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতান। ২০২৪ সালে আলোনসোর কোচিংয়েই জার্মান সুপার কাপ জেতে লেভারকুসেন।

/এএম

Exit mobile version