Site icon Jamuna Television

ভারী বৃষ্টির কবলে দিল্লি, বিপর্যস্ত জনজীবন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। এতে শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। থমকে গেছে জনজীবন। রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ভোরে শুরু হওয়া ব্যাপক বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। ফলে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা দেয়। এছাড়া রাস্তায় গাছ উপড়ে পড়ে যাতায়াত ব্যবস্থাও স্থবির হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ নাগরিকরা।

এ সময়, দিল্লির বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে যায় বহু যানবাহন। সেইসাথে, দিল্লির এক সরকারি ভবন ধসে মৃত্যু হয় এক পুলিশ কর্মকর্তার।

অপরদিকে, বজ্রপাতের কারণে দুই শতাধিক বিমান চলাচলের সময় পরিবর্তন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এর আগে, ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করে। সেইসাথে, নাগরিকদের খোলা জায়গায় না যেতে, গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেয়াল ও অস্থিতিশীল কাঠামো থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছিল।

/এএইচএম

Exit mobile version