স্রোতে ভেসে গরু হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ালো জেলা প্রশাসন  

|

স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানিতে ভেসে গিয়ে ২৯টি গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের চাল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেল চারটায় ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের হাতে প্রতিটি মৃত গরুর জন্য নগদ ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। নগদ অর্থ ও চাল তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

জেলা প্রশাসক বলেন, বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলে রিপোর্ট হওয়ায় সরকারের উচ্চপর্যায় বিষয়টি নিয়ে অবগত আছেন। আমরা যতটুকু পারব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে প্রতিটি গরুর জন্য নগদ ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হল। এর বাইরেও ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করা যায় কিনা তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরিফিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক।

উল্লেখ্য, শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন কচুরিপানা ভর্তি খালে জোয়ারের পানিতে ভেসে যায় শতাধিক গরু। এ ঘটনায় ৭০টির মত গরু তীরে উঠতে পারলেও মারা যায় ২৯টি। আসন্ন ঈদুল আজহায় বিক্রির উদ্দেশ্যে এসব গরু লালন পালন করা হচ্ছিলো বলে জানিয়েছিল গরু পালনকারীরা।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply