Site icon Jamuna Television

ধোনির ‘শেষ’ ম্যাচে চেন্নাইয়ের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ হয়ে থাকলো কি? আর সেই সম্ভাব্য বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই যেন ব্যাটে-বলে জ্বলে উঠলো তার দল চেন্নাই সুপার কিংস। আর ম্যাচের সমাপ্তিও হলো এই উইকেটরক্ষক-ব্যাটারের হাত ধরেই। গুজরাটের সাই কিশোরের তোলা ক্যাচটি নিলেন ধোনি। তাতেই ম্যাচের সমাপ্তি। দর্শকের মনে প্রশ্ন উঠলো– ক্রিকেটে কি ধোনিযুগের ইতি ঘটলো?

আজ রোববার (২৫ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে ৮৩ রানে উড়িয়ে দিয়ে এবারের আইপিএল অভিযান শেষ করলো ধোনির দল।

আগামী মৌসুমে ধোনি আইপিএলে ফিরবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে ম্যাচ শেষে তিনি বলেছেন, এ বিষয়ে চার-পাঁচ মাস পরে সিদ্ধান্ত নেবেন। আর যদি আর না খেলেন, তবে এটাই হয়ে থাকবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষ আইপিএল ম্যাচ।

প্রথমে ব্যাট করতে নেমে আজ চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। ডেভিড কনওয়ে ও ডেভাল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরিতে বিশাল স্কোর দাঁড় করায় তারা। আয়ুশ মাত্রে ১৭ বলে ৩৪, উরবিল প্যাটেল ১৯ বলে ৩৭ ও রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রান করেন।

২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শন ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হন।

চেন্নাইয়ের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। আনশুল কম্বোজ ও নুর আহমেদ ৩টি করে উইকেট পান। রবীন্দ্র জাদেজা নিজের ঝুলিতে পোরেন ২টি উইকেট।

এই জয় চেন্নাই সুপার কিংসের জন্য মর্যাদার হলেও, তারা পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই মৌসুম শেষ করলো। অন্যদিকে, গুজরাট টাইটান্সের জন্য এই পরাজয় প্লে-অফের আগে আত্মবিশ্বাসে খানিকটা চিড় ধরাতে পারে।

/এএম

Exit mobile version