Site icon Jamuna Television

চুরির ভাগের টাকার জন্য হোটেল কর্মচারী খুন, আটক ২

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক হোটেল কর্মচারী খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৪ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হলেন– মো. ফিরোজ (২১) ও জুলেখা খাতুন (২১)।

নিহত হোটেল কর্মচারী আরাফাত খান (৩৫) ফরিদপুরের কোতোয়ালি থানার আলিপুর পাকিস্তানপাড়ার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি সলঙ্গা থানার রাধানগর গ্রামের শাপলা খাতুন নামে এক নারীকে বিয়ে করে সেখানেই ভাড়া বাসায় থাকতেন এবং একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গত ২৩ মে সকালে হাটিকুমরুল গোলচত্বরের পাশে সওজ অফিসের পরিত্যক্ত ভবনের পেছন থেকে হোটেল কর্মচারী আরাফাত খানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ফিরোজ ও জুলেখাকে গ্রেফতার করা হয়েছে। চুরির ভাগের টাকা নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড হয় বলে গ্রেফতাররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্তে উঠে আসে, আরাফাত ও ফিরোজ একসঙ্গে বিভিন্ন সময় চুরি করতেন। পুরোনো এক চুরির পাঁচ হাজার টাকা ভাগ না পাওয়ায় ফিরোজের মধ্যে ক্ষোভ জমে ছিল। ঘটনার দিন (২২ মে) রাতে আরাফাত হাটিকুমরুল গোলচত্বরের পাশে সওজ অফিসের পরিত্যক্ত ভবনের পেছন থেকে পাইপ চুরি করতে যায়। ওই সময় টাকার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় এবং আরাফাত ফিরোজকে চড় মারেন। এতে ফিরোজ ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরপর আরও আঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

/এএম

Exit mobile version