Site icon Jamuna Television

দর্শনা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৫ মে) বিকেলে চুয়াডাঙ্গার নিমতলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদের আটক করে। পরে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন– কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার সোনাইর খামার গ্রামের মৃত আবদুল্লাহ শেখের ছেলে হাসেন আলী (৫৭), তার স্ত্রী হাসনা বেগম (৪৩), ছেলে হান্নান মিয়া (১৬); মধ্য কুমরপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪৬) এবং রাঙা-কাজীপাড়া ভোগডাঙ্গা গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ডি-কোম্পানির নিমতলা বিওপির সদস্যরা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এ সময় ভারত থেকে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা অনেক দিন আগে ভারতে গিয়েছিলেন এবং দেশে ফেরার পর বিজিবির হাতে আটক হন।

/এএম

Exit mobile version