Site icon Jamuna Television

মালয়েশিয়ায় শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ৪৬তম আসিয়ান সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম সোমবার (২৬ মে) সকালের উদ্বোধনী পর্বে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

সকালে সবাই আনুষ্ঠানিক ফটোসেশানে অংশ নেন। সম্মেলনের প্রথম দিনটি নানা গুরুত্বপূর্ণ বৈঠক ও সেশন অনুষ্ঠিত হবে। স্থানীয় সকাল ৮টা ৩০ মিনিটে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আসিয়ান নেতাদের আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ৯টায় শুরু হয় আসিয়ান লিডারদের প্লেনারি সেশন।

দুপুর ১২টায় নির্ধারিত আছে আসিয়ান নেতাদের গালফ কোঅপারেশন কাউন্সিল-GCC এর নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতি সভা। বিকেল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে “আসিয়ান পোস্ট-২০২৫ ভিশন” বিষয়ে বিশেষ সেশন, যেখানে “কুয়ালালামপুর ঘোষণা ২০৪৫” চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। দিনের শেষদিকে, সন্ধ্যা ৭টায় নেতৃবৃন্দ সম্মেলনের আনুষ্ঠানিক ভোজসভায় অংশ নেবেন। এটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত অভ্যর্থনার অংশ। মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগরের ভূখণ্ডগত বিরোধ এবং আঞ্চলিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন—এই তিনটি বিষয় আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আগামীকাল, ২৭ মে, আসিয়ান নেতারা গালফ কোঅপারেশন কাউন্সিল (GCC) এবং চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

/এটিএম

Exit mobile version