Site icon Jamuna Television

গাজায় আইডিএফ’র অব্যাহত নারকীয় তাণ্ডবে নিহত আরও ৬৩ ফিলিস্তিনি

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব। রোববার (২৫ মে) আইডিএফ’র হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৩ ফিলিস্তিনি।

এদিন গাজা সিটিতে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলেই মৃত্যু হয়েছে অন্তত ২৫ ফিলিস্তিনির। এদের মাঝে রয়েছে ৭ শিশু। ওই হামলায় প্রাণ হারিয়েছে গাজার কনিষ্ঠতম ব্লগার, ১১ বছর বয়সী ইয়াকিন হামাদ। মৃত্যু হয়েছে দুই রেডক্রস কর্মী ও এক সাংবাদিকেরও।

বোমা হামলায় আগুন ধরে যায় স্কুলের ধ্বংসাবশেষে। পুড়ে ছাই হয়ে যায় পুরো ভবন। এদিন মধ্যগাজায়ও আরেকটি কিন্ডারগার্টেন স্কুল লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ।

/এএইচএম

Exit mobile version