Site icon Jamuna Television

গাজায় অভিযানে যোগ দিতে অস্বীকৃতি, ইসরায়েলি সেনার ২০ দিনের কারাদণ্ড

গাজায় অভিযানে যোগ দিতে না চাওয়ায় এক রিজার্ভ সেনাকে ২০দিনের কারাদণ্ড দিয়েছে আইডিএফ। রোববার (২৫ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, সাজাপ্রাপ্ত সেনা সদস্যের নাম ক্যাপ্টেন রন ফিনার। নিজের ও পরিবারের কথা চিন্তা করে অভিযানে অংশ না নিতে চাওয়ায় তাকে এ শাস্তির আদেশ দেয় আইডিএফ।

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অভিযানের পর থেকে ২শ’ ৭০ দিন আইডিএফ এর অভিযান পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। ছিলেন সম্মুখ সারির যোদ্ধা হিসেবেও। কিন্তু এখন সরে আসার সিদ্ধান্ত নেওয়ায় এই শাস্তির সম্মুখীন হতে হয় তাকে।

/এএইচএম

Exit mobile version