Site icon Jamuna Television

ইসরায়েলি বাহিনীর আওতায় ৭৭% গাজা

গাজার ৭৭ ৭৭% স্থান কন্ট্রোল করেছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয় ফিলিস্তিনিদের দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করছে ইসরাইলি সৈন্যরা। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ পর্যায়ের তথ্য ও যাচাইকৃত বিশ্লেষণে দেখা গেছে যে ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭% কার্যত নিয়ন্ত্রণ করছে।’

বিবৃতিতে যোগ করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি ভূমি আক্রমণ, বেসামরিক ও আবাসিক এলাকায় সেনা মোতায়েন, অথবা গোলাবর্ষণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়োম জানিয়েছিল যে, গাজায় বিস্তৃত সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় তিন মাসের মধ্যে গাজার ৭০-৭৫% এলাকা দখলের পরিকল্পনা করছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজায় নির্মম সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ৫৩,৯০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়াও, গাজায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

/এআই

Exit mobile version