Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততোই সংকট বাড়বে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততোই সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে মিডিয়া ততোদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে।

তিনি আরও বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র, স্বাধীনতার জন্য। এ সময়, আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি।

/এএইচএম

Exit mobile version