Site icon Jamuna Television

২৭ মে চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত বৈঠকের আহ্বান জানিয়েছে। আগামীকাল দেশটিতে চাঁদ দেখা গেলে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই সাথে আগামী মাসের ৫ তারিখ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল চাঁদ দেখা না গেলে, আগামী বুধবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৬ জুন ঈদুল আযহা পালিত হবে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ। মাসের ৮ তারিখ থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। আর ১০ জিলহজ উদযাপিত হয় ঈদুল আজহা।

সৌদি আরবের সিদ্ধান্তের পরই সাধারণত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশগুলো স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করে।

হজ্জযাত্রী ও মুসলিম উম্মাহর জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ, কারণ এটি কোরবানি, হজ্জ ও ঈদের প্রস্তুতির সময়সীমা নির্দেশ করে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার ভিত্তিতে ঈদুল আযহা ৬ জুন (শুক্রবার) শুরু হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটি ৫ জুন থেকে আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এরপর শুক্রবার থেকে রোববার (৬-৮ জুন) পর্যন্ত ঈদুল আযহা উদযাপন করা হবে।

/এআই

Exit mobile version