Site icon Jamuna Television

বাংলাদেশ জাতীয় দলের শেষ বহর পৌঁছেছে পাকিস্তানে

৮ মে শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজ। নিশ্চিত ভাবে সিরিজ শুরুর আগে মোটেও ভালো অবস্থানে নেই টাইগার শিবির। আরব আমিরাতের বিকক্ষে প্রস্তুতি নিতে গিয়ে উল্টো হারের লজ্জায় পড়ে সমালোচনায় জজর্রিত দল। ব‍্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপাটর্মেন্টের দুবর্লতা চোখে পড়েছে।

এমন পরিস্থিতে পাকিস্তান সফরে আসতে ক্রিকেটাররা করেছে নানা টালবাহানা। মাঠের পারফরম‍্যান্সে যাচ্ছে তাই হলেও চাহিদার কমতি নেই ক্রিকেটারদের। তাদের চাওয়া মেনেই ৫ ম‍্যাচের সিরিজ কমিয়ে তিন ম‍্যাচ করেছে বিসিবি।

সেই সিরিজে অংশ নিতে তিন গ্রুপে ভাগ হয়ে দুবাই থেকে লাহোরে এসেছে বাংলাদেশ দল। তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও পারভেজ ইমনের সাথে সাপোর্ট স্টাফের আরও ৬ সদস‍্য লাহোরে আসে প্রথম বহর, শনিবার রাতে। রোবাবার আরও দুই ভাগে পাকিস্তানে পৌঁছায় লিটন দাস, নাজমুল শান্ত, ফিল সিমন্সসহ বাকি সদস‍্যরা।

এদিকে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে খালেদ আহমেদ ধরেছেন সরাসরি পাকিস্তানের বিমান।

স্কোয়াডের দুই সদস‍্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ আগে থেকেই পাকিস্তানে আছেন। দুজনই আছেন লাহোর কালান্দার্সের ডেরাতে। বাংলাদেশ দলের অন‍্যেদর চেয়ে, তাই কন্ডিশন সমন্ধে ভালো ধারণা থাকবে এই দুজনের।

পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় রোববার অনুশীলনের সুযোগ ছিলো না বাংলাদেশ দলের। তবে সোম ও মঙ্গলবার অনুশীলন করবে দল।

লাহোরে সর্বোচ্চ তাপমাত্র ৪০ ডিগ্রি এর বেশি। তাইতো বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই অনুশীলন করবে রাত সাড়ে ৮টায়। পাকিস্তানের সাথে যে তিন ম‍্যাচের টি টোয়েন্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল তার সবকটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

/এএস

Exit mobile version