টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসীদের হামলা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে মোশতাক আহম্মেদ রানা (৫৫) নামে এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

আহত মোশতাক আহম্মেদ রানা শহরের পলাশতলী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার।

প্রত্যক্ষদর্শী হাসান সাদিক বলেন, রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ৬-৭ জনের একটি দল দু’টি রিভলভার দিয়ে চার থেকে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। 

রানার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলছিল তার। জমি বা ঠিকাদারি সংক্রান্ত কোনো দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা বলেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে, তবে ফাঁকা গুলির বিষয়টি জানা নেই। এ বিষয়ে তদন্ত চলছে। এ সময় প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply