Site icon Jamuna Television

বিসিবির বোর্ড সভা শনিবার

আগামী শনিবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বোর্ড সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। এই সভা থেকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এর আগে, বোর্ড সভা শুরুর আগে ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হলে তা স্থগিত করা হয়। এরপর জরুরি সভা ডাকা হয়েছিল অনলাইনে। তবে সেটা ছিলো অডিট রিপোর্ট কেন্দ্রিক। তবে এবারের সভায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা।

মূলত বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে নেয়া হতে পারে সবার মত। নতুন করে কমিটি গঠন হতে পারে এদিন। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হলেও ক্লাবগুলোর বাধায় তা আটকে যায়।

এছাড়া, দুর্নীতির ইস্যুতে দুদকের অনুসন্ধান নিয়ে আলোচনা হতে পারে সভাতে। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনিয়ম করে আসা ১৮টি ক্লাব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত।

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি বাড়ানোর আনুষ্ঠানিক অনুমোদন আসতে পারে সভাতে। ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

/এএম

Exit mobile version