Site icon Jamuna Television

২০টি রাশিয়ান সামরিক কারখানায় সহায়তা করছে চীন: ইউক্রেনের গোয়েন্দা প্রধান

ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কো বলেছেন, চীন রাশিয়ার সামরিক কারখানাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এমন অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ওলেহ ইভাশচেঙ্কো বলেন, ‘প্রমাণিত তথ্য রয়েছে যে চীন রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য বিশেষভাবে যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, বারুদ ও যন্ত্রাংশ সরবরাহ করছে। আমরা ২০টি রাশিয়ান কারখানার বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছি।’

তিনি বলেন, ২০২৪-২৫ সালে রাশিয়া ও চীনের মধ্যে এভিয়েশন খাতে পাঁচটি যৌথ প্রকল্পের আওতায় যন্ত্রাংশ, সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান-প্রদান হয়েছে। এছাড়া ছয়বার রাশিয়ায় বড় পরিমাণে রাসায়নিক পদার্থ পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন রাশিয়ার সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধে নিরপেক্ষতা বজায় রাখার দাবি করছে, তবে ইউক্রেনের গোয়েন্দা রিপোর্টে চীনের সরবরাহকৃত সামরিক-সহায়ক পণ্যের তথ্য উল্লেখ করা হয়েছে।

/এআই

Exit mobile version