Site icon Jamuna Television

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রাপথে ভোগান্তি কমিয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

মঙ্গলবার (২৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। 

তিনি বলেন, সরকার আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ঈদের আগে ছুটি কম থাকায় ঢাকা থেকে এক দিনে দেড় কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানো অসম্ভব। এতে ভয়াবহ যানজট, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে।

তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরে চারদিনের ছুটির কারণে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পেরেছিল, ফলে ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। দুর্ঘটনা ও প্রাণহানিও কমেছিল আগের তুলনায়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন ঈদে ৩ ও ৪ জুন দুই দিন ছুটি ঘোষণা করার আহ্বান জানান তিনি।

সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, এবার ঈদে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে।

/এএস

Exit mobile version