Site icon Jamuna Television

আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর থেকে ৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮”× ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সাভার এলাকার অন্যান্য অংশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

/এসআইএন

Exit mobile version