Site icon Jamuna Television

আজও সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তায় বিজিবি-সোয়াট

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ে কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা।

এদিকে, পূর্ব নির্দেশনা অনুযায়ী দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে বিজিবি, সোয়াট ও এপিবিএন সদস্যদের।

গত কয়েকদিন ধরেই এই আন্দোলন চলছে। গতকাল সোমবারও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। অন্যদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের ব্যানারে কর্মচারীদের বিক্ষোভের প্রতিবাদ জানানো হয়।

/এসআইএন

Exit mobile version