Site icon Jamuna Television

‘২০২৬-এ মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয়, মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চাপ বাড়াবে’

২০২৬ সালে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে না, বরং মার্চ থেকে জুনে বাড়বে এই সূচক। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

মঙ্গলবার (২৭ মে) চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এমন পূর্বাভাস দেয়া হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতির চাপ বাড়াবে।

ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা আনা প্রয়োজন। পাশাপাশি গ্রাহকের ঋণের সীমা যেন লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেয়া হয়।

সিপিডি আরও বলছে, দুর্বল রাজস্ব ব্যবস্থায় কমছে অভ্যন্তরীণ আয়। জুলাই থেকে জানুয়ারি সময়ে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ। গেলো অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ। লক্ষ্য অর্জনে আগামী মাসে আদায় করতে হবে ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

সিপিডি বলছে, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ ও স্থলবন্দর দিয়ে ভারতের বিধিনিষেধ আরোপ বাংলাদেশের রফতানি খাতে চাপ তৈরি করেছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ প্রয়োজন।

/এমএন

Exit mobile version