Site icon Jamuna Television

অন্তর্বর্তী সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আরিফ সোহেল

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার এখনো বাস্তবায়ন ঘটেনি, বরং অন্তর্বর্তী সরকারকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সচিবালয়ের সামনে স্বৈরাচারের দোসর আমলাদের উৎখাতের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে তিনি এ কথা বলেন।

আরিফ বলেন, দেশ জুড়ে এক অচল অবস্থা তৈরির পাঁয়তারা করছে স্বৈরাচারের দোসর আমলারা। এ সময়, জুলাই বিপ্লবকে স্বৈরাচারের দোসররা নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি।

বক্তারা আরও বলেন, খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে স্বৈরাচারের দোসর আমলাদের। সেইসাথে, জুলাই যোদ্ধারা দেশের স্বার্থে আমলাদের বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধ করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

পরে দুপুর দুইটার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয় এলাকা ঘুরে তাদের কর্মসূচি শেষ হয়।

/এএইচএম

Exit mobile version