Site icon Jamuna Television

মোবাইল ব্যাংকিং ঘুষ লেনদেনের জনপ্রিয় মাধ্যম: ড. ইফতেখারুজ্জামান

মোবাইল ব্যাংকিং ঘুষ লেনদেনের জনপ্রিয় মাধ্যম বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (২৭ মে) সকালে মোবাইল আর্থিক সেবাখাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, মোবাইল আর্থিক সেবায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি চার্জ রাখা হয়। এক্ষেত্রে পাশের দেশ ভারতে কোন সেবামূল্য নেয়া হয় না।

এ অবস্থার উন্নতির জন্য ১৩ দফা সুপারিশ করেছে সংস্থাটি। সমন্বিত তথ্যভান্ডার তৈরি, হটলাইন নম্বরকে টোল ফ্রি করাসহ বিভিন্ন দফা যুক্ত করা হয় সুপারিশমালায়। সেইসাথে, মোবাইল ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন তৈরির ওপর জোর প্রদান করা হয় সুপারিশে।

অপরদিকে, ঘুষ লেনদেন বন্ধে আয়কর রিটার্নে মোবাইল ব্যাংকিং নাম্বার দেয়ার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

/এএইচএম

Exit mobile version