Site icon Jamuna Television

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি নিয়ে লেজেগোবরে অবস্থা

বারবার ঘোষণা দিয়েও আসন্ন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি নিয়ে সহজে জটিলতা কাটছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সবশেষ রাতে অনলাইনে বিক্রির ঘোষণা দেওয়ার পরও ভোগান্তিতে পড়তে হয়েছে টিকিটপ্রার্থীদের।

ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রি করতে গিয়ে টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকিফাইয়ের দ্বারস্থ হয় বাফুফে। দেখা গেছে, সেই ওয়েবসাইটে টিকিটের অপেক্ষায় থাকতে হচ্ছে অনেক সময়। কখনও ২০ মিনিট, আবার কখনও সেটা আধ ঘণ্টারও বেশি! আবার অনেকে অপেক্ষা করেও নাকি টিকিট কিনতে পারেননি!

গত শনিবার (২৪ মে) রাতে টিকিফাইয়ের ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানায় বাফুফে। এ জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

শনিবার রাত থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে টিকিফাই। যদিও ওয়েবসাইটে ঢুকে অনেকেই টিকিট কাটতে পারেননি বলে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর পর্যন্ত বেশির ভাগ দর্শককে টিকিট না পাওয়া নিয়ে অভিযোগ করতে দেখা গেছে।

সোমবার (২৬ মে) রাত ১০টার পর টিকিফাইয়ের ওয়েবসাইটে ঢুকে টিকিট কিনতে গেলে দর্শকদের সামনে লেখা আসে– ‘আপনি এখন লাইনে আছেন। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। আপনার আনুমানিক অপেক্ষার সময় ৩ ঘণ্টা ৮ মিনিট।’ এমন সমস্যার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাননি ফুটবল সমর্থকরা।

গতরাতে বাফুফে তাদের ফেসবুক পেজে টিকিট বিক্রি পুনরায় শুরু করার পর টিকিটপ্রার্থীদের প্রতিক্রিয়া ইতিবাচক আসেনি। জাহিদ হাসান নামের একজন সমর্থক সেখানে লিখেছেন, আপনারা রসিকতা শুরু করেছেন। ২ ঘণ্টা ধরে অপেক্ষা করলাম কিন্তু টিকিট কাটতে পারলাম না।

যদিও বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইবার হামলা এড়াতে ভার্চ্যুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মানুষের কষ্ট হলেও এভাবে টিকিট পাচ্ছেন তারা। বাকি ক্যাটাগরির টিকিটও শিগগিরই অনলাইনে ছাড়া হবে।

১০ জুন জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। চার বছর পর নতুনভাবে সাজছে জাতীয় স্টেডিয়াম, সঙ্গে হামজা চৌধুরী-শমিত সোম-ফাহমিদুল ইসলামের মতো ফুটবলারদের খেলা দেখার সুযোগ। তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

/এএম

Exit mobile version