Site icon Jamuna Television

শেখ হাসিনার ট্রাইব্যুনালে জামায়াত নেতারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে: আখতার

শেখ হাসিনার ট্রাইব্যুনালে জামায়াত নেতারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একজন মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এনসিপির ‘সংস্কার সমন্বয়ক কমিটি’র আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সংস্কারকে বিচ্ছিন্ন করে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে অতীতের মতন ফ্যাসিবাদী কাঠামো তৈরি হবে বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায়, তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় বলে মন্তব্য করেন এনসিপির নেতারা।

অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে দুঃস্বপ্ন নেমে আসবে। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র পূর্বাবস্থায় ফিরে যাবে বলে এসময় শঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী।

/এমএইচ

Exit mobile version