ফাইল ছবি।
ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু। তারা সবাই বাংলাদেশের নাগরিক। এছাড়া, পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৯০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনে কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, বেনীপুর ও খোসালপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ১২ জনকে আটক করা হয়। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।
/আরএইচ
Leave a reply