Site icon Jamuna Television

বাংলাদেশের হয়ে খেলতে কিউবা মিচেলের পাসপোর্টের আবেদন সম্পন্ন

জাতীয় ফুটবল দলে আরও এক প্রবাসী ফুটবলারের আগমণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরইমধ্যে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন সম্পন্ন করেছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। আর বায়োমেট্রিক সম্পন্ন করেছেন বার্মিংহামে।

কিউবা মিচেল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ওঠা দল সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেন। সব ঠিক থাকলে দ্রুতই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে।

তবে কিউবা মিচেলকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। এর আগে, নাগরিকত্ব পরিবর্তন করে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেল হামজা চৌধুরীর। তার আগমনের পর ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ও কানাডা প্রবাসী শমিত সোমও নাগরিকত্ব পরিবর্তন করেন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। যে তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছেন কিউবা মিচেল।

/এমএইচ

Exit mobile version