Site icon Jamuna Television

সাবেক ভূমিমন্ত্রী হীরা ও তার স্ত্রীকে ছেড়ে বাসায় পৌঁছে দিলো পুলিশ

শেরপুর থেকে হেফাজতে নেয়া সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হলে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে জামালপুর পুলিশ।

পুলিশ জানায়, সাবেক এই ভূমিমন্ত্রীর নামে কোনো মামলা না থাকায় ও তার বয়সের কথা বিবেচনা করে রাত ১০টা নাগাদ তাকে ছেড়ে দেয়া হয়। এসময় পুলিশের সহয়তায় তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এর আগে, জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গৈরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে শেরপুর থানা পুলিশ।

পরে তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হিরা জামালপুর সদর-৫ আসনে আওয়ামী লীগের হয়ে টানা পাঁচবারের এমপি ছিলেন এবং ২০০৯ সালে তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

/এমএইচ

Exit mobile version