Site icon Jamuna Television

উত্তরায় ডিবি পরিচয়ে ৩ লাখ টাকা-মোটরসাইকেল ছিনতাই

রাজধানীর উত্তরায় পুলিশ পরিচয়ে, পূবালী ব্যাংকের এক কর্মকর্তার মটরসাইকেলের গতি রোধ করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) রাতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে ঘটে ছিনতাইয়ের এই ঘটনা। ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন জানান, ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রথমে তার মোটরসাইকেলের গতি রোধ করে।

এরপর দ্রুত দু’জন ওই পূবালী ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে চোখ বেঁধে তোলা হয় একটি মাইক্রোবাসে। সেখানেই এলোপাথাড়ি মারধর করে ছিনিয়ে নেয়া হয় টাকা।

প্রায় ২০ মিনিট পর, হ্যান্ডকাপ পরিয়ে তাকে রাস্তার পাশেই ফেলে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তুরাগ থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওসি মোহাম্মদ রাহাৎ খান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআই

Exit mobile version