Site icon Jamuna Television

২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি ইয়ামালের

বার্সেলোনার সাথে চুক্তি বাড়লো তরুণ তারকা লামিন ইয়ামাল। রেকর্ড মূল্যে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এই স্প্যানিশ তারকার সঙ্গে।

২০২৬ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল লামিন ইয়ামালের। তবে, এই ফুটবলার বহুবারই বলেছেন বার্সাতেই থাকতে চান তিনি। এখান থেকেই হতে চান মহাতারকা। ক্লাবটাকে দিয়েছেনও অনেক কিছু।

মঙ্গলবার (২৭ মে) বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার উপস্থিতিতে চুক্তি নবায়নপত্রে স্বাক্ষর করেন ইয়ামাল। বার্সার হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০৬ ম্যাচ। যেখানে ২৫ গোল ও ৩৪ অ্যাসিস্ট রয়েছে ইয়ামালের।

এবারের মৌসুমে বার্সার ট্রেবল জয়ের অন্যতম কারিগর তিনি। ফুটবল পায়ে বিস্ময়ের জন্ম দেয়া ইয়ামালকে আরও ছয় বছর নিজেদের করে রাখলো কাতালান ক্লাবটি।

/এআই

Exit mobile version