Site icon Jamuna Television

অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহামেদুল ইসলাম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঢাকায় এসে পৌঁছান। এরআগে, মঙ্গলবার সন্ধায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন।

বিমানবন্দের ইমিগ্রেশন শেষে ঘন্টাখানেক পর ফাহামিদুল ইসলাম নিয়ে বের হয়ে আসেন বাফুফের কর্তারা। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আল্ট্রাস। হামজা-সমিতদের সাথে দেশের ফুটবলের নব জোয়ারে বড় ভূমিকা রাখবেন ফাহামেদুল, বিশ্বাস তাদের।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি। সৌদি আরবে করা ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান তিনি। এরপরই ওঠে সমালোচনার ঝড়।

ইতালির একটি লিগে ওলাবিয়া ক্যালসিও এফসি’র হয়ে খেলেন ফাহামেদুল। এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা এই ফরোয়ার্ডের। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ফাহামেদুল হাসানের।

/এসআইএন

Exit mobile version