Site icon Jamuna Television

কনফারেন্স লিগ ফাইনালে মুখোমুখি চেলসি ও রিয়াল বেতিস

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে আজ রাতে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি। পোল্যান্ডের রকলো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (২৮ মে) দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

ইউরোপের তৃতীয় সেরা আসর হলেও কনফারেন্স লিগের শিরোপা জিততে মরিয়া চেলসি। দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে সিজন শেষ করেছে। নিশ্চিত করেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। ফাইনালে বেটিসের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছেন না কোচ এনজো মারেস্কা।

বিপরীতে প্রথমবারের মতো কনফারেন্স লিগ খেলতে এসে ফাইনালের টিকিট কেটে দারুণ উচ্ছ্বসিত স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস। টুর্নামেন্টে শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় দলটি। তাতে বড় ভরসা হবেন দারুণ ফর্মে থাকা দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থনি ও মিডফিল্ডার ইসকো।

উল্লেখ্য, সেমিফাইনালে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে হারিয়ে ফাইনালে ওঠে অলব্লুজরা। অন্যদিকে, ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার হৃদয় ভেঙ্গে শিরোপার লড়াই নিশ্চিত করে স্প্যানিশ দল বেটিস।

/এএম

Exit mobile version